۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত না করে জান্নাতে যাওয়া!!! 
ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত

হাওজা / ইমাম জাফর সাদিক (আ:) একটি হাদীসে ইমাম হুসাইন (আ:)-এর জিয়ারত না করে বেহেশতে যাওয়ার ভাগ্য বর্ণনা করেছেন। 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ:) বলেছেন:
مَن لَم يَأتِ قَبرَ الحُسينِ عليه السلام حتّى يَمُوتَ كانَ مُنتَقَصَ الدِّينِ، مُنتَقَصَ الإيمانِ و إن اُدخِلَ الجَنَّةَ كانَ دُونَ المؤمنينَ في الجَنَّةِ

যে ব্যক্তি ইমাম হোসাইন (আ:)-এর জিয়ারত না করে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তার দ্বীন ও ঈমান নষ্ট হয়ে যাবে। আর জান্নাতে গেলেও সেখানে তার অবস্থান সকল মুমিনদের চেয়ে নিচু হবে। (বিহারুল আনোয়ার: ১৪/৪/১০১)

تبصرہ ارسال

You are replying to: .